বকেয়া বেতনের দাবিতে কাজ বন্ধ করে দিলেন ভাটপাড়া পৌরসভার সাফাই কর্মীরা

আমাদের ভারত , ব্যারাকপুর, ২২ ডিসেম্বর : গত কয়েক মাস ধরে বেতন পাচ্ছেন না ভাটপাড়া পৌরসভার সাফাই কর্মীরা। সেকারণে মঙ্গলবার সকাল থেকে কাজে যোগ না দিয়ে আন্দোলন শুরু করলেন কয়েকশো সাফাই কর্মচারী। মঙ্গলবার সকালে পৌর এলাকার নিত্য সাফাই অভিযানে বেরোয়নি একটিও গাড়ি।

বিগত বছরে বিজেপি পরিচালিত পুরবোর্ডের বিরুদ্ধে একই দাবিতে পৌরসভার শ্রমিক মহল লাগাতার আন্দোলন করেছিল, কিন্তু সেসময় তৃণমূল শ্রমিক সংগঠনের আশ্বাসে সেই আন্দোলন থেমে গেলেও, বর্তমান তৃণমূল পরিচালিত পুরবোর্ডও বেতন নিয়ে দীর্ঘ টালবাহানা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ। এর ফলে শ্রমিক মহলে তীব্র অসন্তোষের সৃষ্টি হয়েছে। শ্রমিকদের দাবি, অবিলম্বে তাঁদের বকেয়া বেতন মিটিয়ে দিক পুরসভা কর্তৃপক্ষ, নইলে তারা কাজে যোগ দেবেন না। পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে সাফাই কর্মীদের বকেয়া দ্রুত মিটিয়ে দেওয়া হবে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here