প্রিন্সিপাল কোয়ার্টারের দখল নিতে মেদিনীপুর কলেজিয়েট স্কুল কর্তৃপক্ষের বিক্ষোভের মুখে কলেজ কর্তৃপক্ষ, এলাকায় উত্তেজনা

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: দীর্ঘ প্রায় ৮ বছর পর ঋষি রাজনারায়ণ বসু’র স্মৃতি বিজড়িত ঐতিহাসিক ‘প্রিন্সিপাল কোয়ার্টার’ নিজেদের দখলে আনতে গিয়ে মেদিনীপুর কলেজিয়েট স্কুলের বিক্ষোভের মুখে কলেজ কর্তৃপক্ষ। বিক্ষোভ-অবরোধে প্রায় স্তব্ধ হয়ে যায় পঞ্চুরচক-গোলকুয়াচকের মাঝামাঝি কলেজিয়েট রোড। ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৪ সাল থেকে কলেজ কলেজিয়েট-এর দ্বন্দ্বে তালা পড়েছিল বিপ্লবী রাজনারায়ণ বসু’র স্মৃতিধন্য এই বাড়িটিতে। প্রায় জরাজীর্ণ ও ভগ্নপ্রায় দশা নিয়ে পড়েছিল এই আবাসনটি। জেলা প্রশাসন অনেকবার দু’পক্ষকে নিয়ে বসে মেটানোর চেষ্টা করলেও, ‘সম্পত্তি’র দখলদারি ছাড়তে রাজি হয়নি কোনো পক্ষই। অবশেষে, সোমবার মেদিনীপুর জেলা আদালতের পক্ষ থেকে একটি রায় এসে পৌঁছেছে মেদিনীপুর কলেজ কর্তৃপক্ষের হাতে। যেখানে বলা হয়েছে, এই জায়গা (বাড়ি) মেদিনীপুর কলেজের, তাই রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে কলেজ কর্তৃপক্ষ। কিন্তু, মঙ্গলবার তা নিজেদের দখলে আনতে গিয়ে মেদিনীপুর কলেজিয়েট স্কুল কর্তৃপক্ষের বিক্ষোভের মুখে পড়ে কলেজ কর্তৃপক্ষ। কলেজ ও কলেজিয়েটের সমস্ত পড়ুয়া, শিক্ষক-শিক্ষিকা ও অধ্যাপক অধ্যাপিকারা রাস্তায় নেমে আসেন। পৌঁছয় পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *