আদি ও নব্য বিজেপি দ্বন্দ প্রকাশ্যে, গাইঘাটাতে যোগদান মেলার সভামঞ্চে পড়ল পোস্টার

আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ২২ ডিসেম্বর: বনগাঁ মহকুমার গাইঘাটাতে আজ মঙ্গলবার দুপুরে বিজেপিতে যোগদান মেলা কর্মসূচি রয়েছে। রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত ও পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যের উপস্থিত থাকার কথা আছে এই কর্মসূচিতে। আজ দুপুরে এই কর্মসূচির সভামঞ্চে বিভিন্ন দল থেকে কর্মী-সমর্থকরা বিজেপিতে যোগদান করবেন বলে জানা যাচ্ছে|

তার আগেই মঙ্গলবার সকালে সভামঞ্চের উপরে এবং মভার মাঠে নব্য বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে আদি বিজেপির নামে ছোট ছোট একাধিক পোস্টারে ছেয়ে গেল গাইঘাটা এলাকা। পোস্টারগুলিতে দলের যুবনেতা ও মন্ডল সভাপতিকে দুর্নীতিগ্রস্ত বলে এবং আমরা কোন বিজেপি বলে লেখা আছে| পোস্টারগুলির নিচে উল্লেখ রয়েছে সৌজন্যে- আদি বিজেপি। ফলে বলা যেতে পারে ফের আর একবার গাইঘাটায় নব্য ও আদি বিজেপির দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। যদিও স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি এই পোস্টার দিয়েছে তৃণমূল কংগ্রেস।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here