আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৯ জুন: শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলা শহর কংগ্রেসের পক্ষ থেকে রাহুল গান্ধীর ৫০ তম জন্মবার্ষিকীতে প্রায় একশ গরিব আদিবাসী সম্প্রদায়ের মানুষদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এদিনের কর্মসূচিতে লাদাখ সীমান্তে শহিদ হওয়া বীর জাওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ২ মিনিট নীরবতা পালন করা হয়। উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি সৌমেন খান, বর্ষীয়ান কংগ্রেস নেতা শম্ভু নাথ চ্যাটার্জি, কুণাল ব্যানার্জি, সৈয়দ রাজেশ হোসেন, পার্থ ভট্টাচার্য, মাধুরী নায়েক, দিলীপ ভকত, অজিতেশ দাস, গনেশ হাঁসদা, আসরার আলি খান সহ অন্যান্য কংগ্রেস নেতৃবৃন্দ।