বিপর্যয়ে সামাল দিতে বিদ্যুৎ ভবনে চালু হল নিয়ন্ত্রণকক্ষ

আমাদের ভারত, ১৮ এপ্রিল: রাজ্য জুড়ে তীব্র তাপপ্রবাহ চলার কারণে বিদ্যুৎ সরবরাহ সংক্রান্ত সমস্যা দ্রুত সমাধানের জন্য চালু হল হেল্প লাইন। এছড়া, বিদ্যুৎ ভবনে চালু হয়েছে ডব্লিউবিএসইডিসিএল-এর ২৪x৭ কন্ট্রোল রুম।

সোমবার ১৭ই এপ্রিল যোধপুর পার্ক, হরিদেবপুর, বেলঘড়িয়া এবং দক্ষিণেশ্বরে কিছু কিছু গ্রাহকদের ওভারলোডিংয়ের ফলে ট্রান্সফরমার পুড়ে যাওয়া ও যান্ত্রিক গোলযোগের কারণে কিছু সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়। এ নিয়ে প্রবল অশান্তি হয় যোধপুর পার্ক ও হরিদেবপুরে। যোধপুর পার্কে কিছু বাসিন্দা স্থানীয় কাউন্সিলআরের বাড়িতে চড়াও হন। হরিদেবপুর মঙ্গলবার সকালে পথ অবরোধ হয়।

এ দিন পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যুৎ দফতরের যুগ্ম সচিব প্রলয় মজুমদার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, “সিইএসসির অন্তর্গত ওই অঞ্চলে এই সমস্যার জন্য মঙ্গলবার ১৮ই এপ্রিল বিদ্যুৎ উন্নয়ন ভবনে সিইএসসি’র উচ্চপর্যায়ের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মাননীয় বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস ও বিদ্যুৎ দপ্তরের সচিব শ্রী শান্তনু বসু। বৈঠকে মাননীয় মন্ত্রী সিইএসসি কর্তৃপক্ষকে বেশ কিছু নির্দেশ দেন। সেগুলি হল পর্যাপ্ত ট্রান্সফরমারের ব্যবস্থা রাখা, উচ্চ ক্ষমতাসম্পন্ন ডি জি সেটের ব্যবস্থা রাখা এবং সর্বত্র ২৪x৭ বিদ্যুৎ কর্মী রাখার ব্যবস্থা করা।

একইসঙ্গে রাজ্য জুড়ে তীব্র তাপপ্রবাহ চলার কারণে বিদ্যুৎ সরবরাহ সংক্রান্ত কোনো সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে ১৭ই এপ্রিল সোমবার থেকে হেল্প লাইন চালু করা হয়েছে। যার নম্বরগুলো হলো ৮৯০০৭৯৩৫০৩, ৮৯০০৭৯৩৫০৪।“

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *