উত্তর ২৪ পরগনার তিনটি হাসপাতালে হুর গাইড লাইন মেনে শুরু হল করোনা ভ্যাকসিনের মহড়া

আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ৮ জানুয়ারি: উত্তর ২৪ পরগনা জেলার ৩ টি হাসপাতালে করোনা ভ্যাকসিনের মহড়া শুরু হল শুক্রবার সকাল থেকে। হুর গাইড লাইন মেনে উত্তর ২৪ পরগনার বারাসাত জেলা হাসপাতাল, উত্তর ব্যারাকপুর স্বাস্থ্য কেন্দ্র এবং ব্যারাকপুর ১ নম্বর ব্লকের নানহা হাসপাতালে শুরু হয়েছে করোনা ভ্যাকসিনের ড্রাই রান পর্ব।

এদিনের ড্রাই রান পর্বের মাধ্যমে দেখে নেওয়া হচ্ছে ভ্যাকসিন দেওয়ার আগে ও পরে সব ধরনের পরিকাঠামো সঠিক রয়েছে কি না? উত্তর ২৪ পরগনা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক তাপস কর্মকার বলেন, “করোনা ভ্যাকসিনের ড্রাই রান জেলার তিনটি স্বাস্থ্য কেন্দ্রে হুর সমস্ত নীয়মাবলি মেনে শুরু হয়েছে। খুব শীঘ্রই আশা করছি স্বাস্থ্য কর্মীদের প্রথম পর্যায়ে ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হবে।”

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here