বুধবার পশ্চিম মেদিনীপুরে পৌঁছাবে করোনার ভ্যাকসিন কোভিশিল্ড

আমাদের ভারত, মেদিনীপুর, ১২ জানুয়ারি: বুধবার পশ্চিম মেদিনীপুর জেলায় পৌঁছাবে করোনা ভ্যাকসিন কোভিশিল্ড। রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে জানাগেছে, আজ মঙ্গলবার দুপুরে পুনের সেরাম ইনস্টিটিউট থেকে বিশেষ বিমানে কলকাতায় এসে পৌঁছাচ্ছে ভ্যাকসিন কোভিশিল্ড। আজই তা পৌঁছে দেওয়া হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। আগামীকাল বুধবার করোনা ভ্যাকসিন পৌঁছাবে ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে।

পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর সূত্রে জানাগেছে, বুধবার বিশেষ ইনসুলেটেড ভ্যানে করে জেলায় পৌঁছাবে করোনা ভ্যাকসিন কোভিশিল্ড। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিমাই চন্দ্র দাস এবং জেলাশাসক রেশমি কমল জানিয়েছেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে সব রকম প্রস্তুতি সেরে ফেলা হয়েছে। পুলিশি নিরাপত্তার দিকটিতেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, জেলায় ভ্যাকসিন পৌঁছানোর পর ২৫টি কোল্ড চেইন পয়েন্টে তা রাখা হবে। জেলার স্বাস্থ্য দপ্তর ও পুলিশ প্রশাসনের আধিকারিকদের নিয়ে বিশেষ প্রশাসনিক বৈঠকে এ বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here