পুরুলিয়ার ঝালদায় পিকনিক গাড়ির ধাক্কায় দেওয়াল চাপা পড়ে দম্পতির মৃত্যু

সাথী দাস, পুরুলিয়া, ২৯ ডিসেম্বর:
পিকনিক গাড়ির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল দম্পতির। আজ ভোরে ঘটনাটি ঘটে ঝালদা থানার বানসা গ্রামে, রাঁচি পুরুলিয়া রোডে। ঘটনার প্রতিবাদে এবং ক্ষতিপূরণের দাবিতে রাস্তা আটকে চলে বিক্ষোভ।

ঘটনার প্রত্যক্ষদর্শী গ্রামবাসী বংশীধর, মাহাতো বলরাম মাহাতো জানান, নিয়ন্ত্রণ হারিয়ে পিকনিকের একটা ছোট বাস সজোরে ধাক্কামারে বাড়ির বাউন্ডারি ও ইলেকট্রিক খুঁটিতে। সেই সময় জুরেন মাহাতো (৫০) ও তাঁর স্ত্রী লক্ষীমণি মাহাতো (৪০) বাড়ির বাউন্ডারির ভিতরে আগুন পোহাচ্ছিলেন।  গাড়ির ধাক্কায় দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয় ওই দম্পতির।

জানা গিয়েছে, ১৬ জনের একটি পিকনিকের দলটি বাসে করে বাঁকুড়ার ওন্দা থেকে হুডরু ফলস যাচ্ছিল। সেই গাড়িতেই এই ঘটনা ঘটে। সকাল সাড়ে পাঁচটার ঘটনা।  গ্রামবাসীর দাবি বাড়িতে বৃদ্ধ বাবা এক মেয়ে ও ছেলে রয়েছে। তাদের সঠিক ক্ষতিপূরণের দিতে হবে।

ঘাতক গাড়ির যাত্রী  গণেশ মাঝি জানান, “আমরা ওন্দা  থেকে হুডরু ফ্লস পিকনিক করতে যাচ্ছিলাম। আমরা ঘুমিয়ে ছিলাম। হঠাৎ জোর শব্দে ঘুম ভেঙে যায়। তার পরই ঘটনাটি জানতে পারি। মনে হয় ড্রাইভার ঘুমিয়ে গিয়েছিল। তাই এই দুর্ঘটনা।”

ড্রাইভার পলাতক ঝালদা থানা ও তুলিন ফাঁড়ির পুলিশ গিয়ে ঘাতক গাড়িটি আটক করে। পুলিশের আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেন গ্রামবাসী।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here