আদালতের রায়ে প্রমাণ হল জনরোষে ভাঙ্গেছিল বাবরি মসজিদ, বললেন রাহুল সিনহা

নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ৩০ সেপ্টেম্বর:
জনরোষ ভাঙ্গেছিল বাবরি মসজিদ। আদালতের রায় সে কথাই প্রমাণ করে। বুধবার কলকাতায় এ কথা বললেন বিজেপি নেতা রাহুল সিনহা।

প্রসঙ্গত, এদিন বাবরি মসজিদ ভাঙ্গার রায়দান হয়। সিবিআইয়ের বিশেষ আদালতে এই মামলার চলছিল। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ভাঙ্গা হয়েছিল। সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক রায়দানের সময় জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে তেমন কোনও তথ্য প্রমাণ পাওয়া যায়নি। তাই অভিযুক্তরা নির্দোষ বলে জানিয়েছে সিবিআইয়ের বিশেষ আদালত।

মামলার রায় ঘোষণা হওয়ার পরই উচ্ছ্বাস প্রকাশ করেন বিজেপি নেতা রাহুল সিনহা। তিনি জানিয়েছেন দীর্ঘ দুই দশক পরে অবশ্য লালকৃষ্ণ আদবানি, মুরলী মনোহর যোশী, উমা ভারতীর মতো প্রবীণ বিজেপি নেতারা মুক্ত হল। আজকের আদালতের রায় সাধারণ মানুষের কাছেও স্বস্তিকর বলে জানিয়েছেন রাহুল সিনহা। তিনি বলেন, আদালতের রায়ে প্রমাণ হল এরা কেউ ধ্বংসের সঙ্গে যুক্ত ছিল না। জনরোষে এই বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল বলে এদিন ফের একবার জানিয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *