পরিযায়ী শ্রমিকদের পাশে বামেরা, খড়্গপুর ও দাঁতনে খাবার বিতরণ

আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১ জুন: পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়াল বামেরা। রবিবার সিপিএমের খড়্গপুর শহর দক্ষিণ এরিয়া কমিটির উদ্যোগে বামপন্থী ছাত্র, যুব, মহিলা, শিক্ষক গণ সংগঠনগুলির যৌথ সহযোগিতায় রূপনারায়ণপুর বাইপাসে চেন্নাই হাইওয়ে ও মুম্বই হাইওয়ের সংযোগস্থলে ররিবার সকাল থেকে বিভিন্ন খাদ্যসামগ্রী ও জল দেওয়া হয়।

মূলতঃ বাইরের রাজ্য থেকে বাড়ির পথে ফেরা পরিযায়ী শ্রমিকদের রান্না করা খাবার পরিবেশন করা হয়। সহস্রাধিক শ্রমিকদের হাতে এদিন খাবার তুলে দেওয়া হয়। বিভিন্ন বামপন্থী গণসংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন সিটু নেতা সবুজ ঘোড়াই, কমল পলমল, অমিতাভ দাস, স্মৃতিকণা দেবনাথ, বিপদতারণ ঘোষ, কস্তুরী দাস, সুশান্ত খান প্রমুখ নেতৃবৃন্দ।

অন্যদিকে এদিনই ধারাবাহিক কর্মসূচির অঙ্গ হিসেবে সিপিএমের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির অন্তর্গত দাঁতন এরিয়া কমিটির উদ্যোগে এবং বাম শিক্ষক সংগঠন নিখিলবঙ্গ শিক্ষক সমিতির (এবিটিএ) সহযোগিতায় বাংলা-ওড়িশা সীমান্তে দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্য থেকে আগত পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরার পরিযায়ী শ্রমিকদের হাতে খাদ্য সামগ্রী, পানীয় জল এবং শিশুদের জন্য দুধ দেওয়া হয়। উপস্থিত ছিলেন সিপিএমের রাজ্য কমিটির সদস্য তাপস সিনহা, জেলা কমিটির সদস্য সন্দীপ রায়, পার্টি নেতা অমল দাস এবিটিএ নেতা ননীগোপাল দাস, অজয় ভুঁইঞা, সুবিমল দাস প্রমুখ।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here