বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রশিক্ষণ শিবিরের দিন পরিবর্তন

আমাদের ভারত, ৪ ফেব্রুয়ারি: বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রশিক্ষণ শিবিরের দিন পরিবর্তন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের তরফে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, “অনিবার্য কারণে এই প্রশিক্ষণ শিবিরটি ৯ ফেব্রুয়ারির পরিবর্তে আগামী ১০ ফেব্রুয়ারি একই সময়ে ও স্থানে অনুষ্ঠিত হবে। দিন পরিবর্তনের জন্য আমরা দুঃখিত। আগামী ৮ তারিখ এই ব্যাপারে আপনারা খবর নেবেন।”

আগামী ১০ ফেব্রুয়ারি, ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ-সর্বভারতীয় সমন্বিত ফল গবেষণা প্রকল্পের তরফে সকাল দশটা থেকে “বাগিচা পরিকল্পনা ও চারা তৈরি” বিষয়ে একদিনের প্রশিক্ষণ শিবির করা হবে। আগ্রহী কৃষক, উদ্যানপালক, কৃষি সংগঠক ও অন্যান্যরা এই শিবিরে প্রশিক্ষণ নিতে পারবেন। যারা যোগ দিতে ইচ্ছুক তাদের নাম, ঠিকানা, হোয়াটসঅ্যাপ নম্বর পাঠিয়ে দিতে হবে। এজন্য তিনটি নম্বর দেওয়া হয়েছে। অংশগ্রহণ করবার দিন পরিচয়পত্রের জেরক্স প্রত্যয়িত করে নিয়ে যেতে হবে।

প্রশিক্ষণ শিবির হবে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের মণ্ডৌরী ফল গবেষণা কেন্দ্রে। এটি কাঁচড়াপাড়া থেকে বড়জাগুলি যাবার পথে রাস্তার ধারে অবস্থিত। রিভার রিসার্চ ইনস্টিটিউটের পরের স্টপেজ, পাশেই ফ্যামিলিয়া স্কুল। বড়জাগুলি থেকে বাসে বা অটোতে যাওয়া যায়। কাঁচড়াপাড়া রেল স্টেশন থেকেও বাস বা অটোতে মণ্ডৌরি যাওয়া সম্ভব।

তিন বিজ্ঞানীর কাছে নিজের নাম, ঠিকানা ও ফোন নম্বর পাঠাতে হবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা এসএমএস করে। খুব প্রয়োজন না থাকলে ফোন না করতে বলা হয়েছে। হোয়াটসঅ্যাপে বা এসএমএসে যোগাযোগ রাখতে বলা হয়েছে। ফেব্রুয়ারির ৭ তারিখের মধ্যে নাম ও তথ্য অবশ্যই পাঠাতে হবে।

অধ্যাপক ড. ফটিক কুমার বাউরি (9433678461)
অধ্যাপক ড. কল্যাণ চক্রবর্তী (9339218744)
অধ্যাপক ড. দিলীপ কুমার মিশ্র (9433743506)

ধন্যবাদান্তে
ড. দিলীপ কুমার মিশ্র
অধ্যাপক ও প্রকল্প আধিকারিক।
ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ-সর্বভারতীয় সমন্বিত ফল গবেষণা প্রকল্প, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, মোহনপুর/কল্যাণী।

Program
Farmers’ Training Program on Orchard Layout and Plant Propagation
Time: 10 th February, 2021 at 10 a.m.
Venue: Fruit Research Station, Mondouri
ICAR-AICRP on Fruits,
Bidhan Chandra Krishi Viswavidyalaya (BCKV), Mohanpur Center
( Land mark: Mondouri Bus Stand on Kansrapara-Haringhata Route; Near River Research Institute/Familia School/Bank)

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here