স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ১২ জুন:
সাত বছরের এক শিশু কন্যার মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল শান্তিপুর হাসপাতালে।
জানাগেছে, শান্তিপুর থানার ভোলা ডাঙার বাসিন্দা বছর সাত এর হাসিনা খাতুনকে অসুস্থ অবস্থায় আজ শুক্রবার সকালে শান্তিপুর হাসপাতালে নিয়ে আসে তার পরিবার। অভিযোগ, হাসপাতালে আনার পর প্রায় দুই ঘন্টা পরে চিকিৎসক আসে ও তাকে করোনা সেন্টারে নিয়ে যেতে বলে। অভিযোগ, এর পরই শিশুটিকে একটি ওষুধ দিলে মৃত্যু হয় তার। পরিবারের অভিযোগ, চিকিৎসা গাফিলতিতে মৃত্যু হয়েছে হাসিনার। আর এই ঘটনার পরই হাসপাতালে উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে হাসপাতাল সুপার।