
আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৩১ মে: রবিবার শালবনি ব্লকের কদমাশোল গ্রামে একটি পূর্ণবয়স্ক হাতির মৃত্যু হয়েছেl আজ সকালে গ্রামের পাশে একটি মাঠে পূর্ণবয়স্ক হাতিটির মৃতদেহ পড়ে থাকতে দেখে গ্রামবাসীরা ভীমপুর রেঞ্জ অফিসে খবর দেনl বনদপ্তরের কর্মীরা সকাল ন’টা নাগাদ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিংবা খাদ্যে বিষক্রিয়ার ফলে হাতিটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে বনকর্মীরা মনে করছেন l গত ২৬শে মে সন্ধ্যাবেলায় পাশের আমজোড় গ্রামের এক ছাত্র সন্ধ্যাবেলা রাস্তার ধারে বসে মোবাইলে পাবজি গেম খেলার সময় হাতির হানায় প্রাণ হারায়। গতকাল ওই ছাত্রীর পরিবারকে বনদপ্তরের পক্ষ থেকে তিন লক্ষ টাকার ক্ষতিপূরণ চেক দেওয়া হয়l তারপরেই দলছুট ওই দাঁতালটির মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য ছড়ায়l তবে হাতিটির মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পরই জানা যাবে বলে ঘটনাস্থলে উপস্থিত বনদপ্তরের কর্মীরা জানিয়েছেনl