ধর্মঘটে পরিবহণ ব্যবস্থাকে সচল রাখতে উদ্যোগী পরিবহণ দফতর

তারক ভট্টাচার্য

আমাদের ভারত, ৭ জানুয়ারি: ধর্মঘটের দিন সব সরকারি কর্মীর হাজিরা নিশ্চিত করতে প্রতিবারের মতো বুধবারও গোটা রাজ্যে পরিবহণ ব্যবস্থা সচল রাখতে উদ্যোগ নিল পরিবহণ দফতর। রাজ্য সরকার জানিয়েছে, এদিন বাস, ট্যাক্সি, অটো অন্যদিনের মতোই রাস্তায় থাকবে। এছাড়া অতিরিক্ত ৫০০ সরকারি বাসও কলকাতার রাস্তায় নামানো হবে। ইতিমধ্যে বেসরকারি বাস-মিনিবাস, ট্যাক্সি, অ্যাপ ক্যাব এবং অটো ইউনিয়নগুলোর সঙ্গে পরিবহণ দফতরের বৈঠক হয়েছে। সেই বৈঠকে সব ধরনের পরিবহণ সংস্থাকেই ধর্মঘটের দিন রাস্তায় যানবাহন নামানোর নির্দেশ দিয়েছে নবান্ন। পাশাপাশি, ধর্মঘটের দিন যানবাহনগুলোকে যথাযথ নিরাপত্তা দেওয়া হবে বলেও পরিবহণ দফতর আশ্বাস দিয়েছে।

ইতিমধ্যে সমস্ত বেসরকারি বাসমালিক অ্যাসোসিয়েশনকে ডেকে কথা বলেছেন রাজ্য পরিবহণ দফতরের কর্তারা । ধর্মঘটের দিন অশান্তির আশঙ্কায় ১ কোটি ৩ লক্ষ টাকার বিমাও করানো হয়েছে পরিবহণ মালিকদের। একইসঙ্গে পরিবহণ দফতর জানিয়েছে, তিন সরকারি পরিবহণ নিগমও তাদের হাতে থাকা সমস্ত বাস বুধবার রাস্তায় নামাবে। এরমধ্যে রাজ্য পরিবহণ নিগম হাওড়া, ধর্মতলা এবং শ্যামবাজার থেকে বিশেষ বাস চালাবে। বাসের সংখ্যা বাড়ানো হচ্ছে বেহালা এবং খিদিরপুর থেকেও। বেশি করে বাস চালানো হবে হাওড়া থেকে যাদবপুরের মধ্যেও।

এর সঙ্গে শিয়ালদহ এবং হাওড়া স্টেশনে যথেষ্ট ট্যাক্সি থাকবে। যদিও এআইটিইউসি এবং সিটু তাদের ট্যাক্সি নামাবে না বলে জানিয়ে দিয়েছে। কিন্তু, তাতেও যাত্রীদের বিশেষ অসুবিধা হবে না বলেই আশ্বাস দিয়েছে পরিবহণ দফতর। এই ব্যাপারে পরিবহণ কর্তারা জানিয়েছেন, যাত্রীদের অসুবিধা রুখতে হাওড়া স্টেশন চত্বরে ভোর পাঁচটা থেকে পর্যাপ্ত বাস থাকবে। পরিবহণ দফতর সূত্রে খবর, সাধারণ দিনে কলকাতায় বাস চলে ৯০০টি। বুধবার রাজ্য পরিবহণ নিগম চালাবে ১,১৫০টি বাস।

দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম চালাবে ৮২৬টি বাস। সাধারণ দিনে তারা চালায় ৬৯২টি বাস। উত্তরবঙ্গ পরিবহণ নিগম চালাবে ৬৫৫টি। সাধারণ দিনে তারা চালায় ৬০৫টি বাস। সমস্ত বাস যা রাস্তায় নামবে, তা বিমার আওতায় আনা হয়েছে। সর্বাধিক ৬ লক্ষ টাকা পর্যন্ত বিমা মিলবে। শহরের বিভিন্ন প্রান্তে থাকবে অ্যাপ ক্যাবও। অ্যাপ ক্যাব যাতে সারচার্জ বেশি না-নেয়, সেদিকেও নজর রাখবে রাজ্য সরকার। এর সঙ্গে অটো ইউনিয়নের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, শহরে তাদের সমস্ত অটোই বুধবার রাস্তায় নামবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *