কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ২৯ ডিসেম্বর: কুড়ি দিনের শিশুকে মেরে ফেলার চেষ্টায় অভিযুক্ত দুজনকে ঘাটাল মহকুমা আদালত ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল। অভিযুক্তদের নাম সন্তু দে এবং প্রিয়া দাস দে।
সোমবার বিকেলে অভিযুক্তরা তাদের কুড়ি দিনের শিশুকে ঘাটাল বিবেকানন্দ মোড়ের কাছে ময়রা পুকুর সংলগ্ন এলাকায় একটি জমিতে ফেলে দেয় এবং তারপরে শিশুটিকে মেরে পুরসভার ডাস্টবিনে ফেলে দেওয়ার চেষ্টা করে। স্থানীয়রা এই ঘটনা দেখে অভিযুক্তদের পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেয়। অভিযুক্তদের গ্রেফতার করে তাদের বিরুদ্ধে মামলা করে ঘাটাল থানার পুলিশ। ওই অভিযুক্ত দুজনকে মঙ্গলবার ঘাটাল মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।অন্যদিকে শিশুটিকে পুলিশ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।