তৃণমূল ছাড়লেন ডায়মন্ড হারবারের বিধায়ক

আমাদের ভারত, ডায়মন্ড হারবার, ১ ফেব্রুয়ারি: দল ছাড়লেন ডায়মন্ড হারবারের তৃণমূল বিধায়ক দীপক হালদার। সোমবার সকালে দলকে স্পিড পোস্ট মারফৎ পদত্যাগ পত্র পাঠিয়ে দেন তিনি। তবে দল ছাড়লেও বিধায়ক পদ ছাড়ছেন না বলেই জানিয়েছেন দীপক।

তিনি আদৌ বিজেপিতে যোগ দেবেন কিনা সে সম্পর্কে সরাসরি কিছু না বললেও একেবারে সে কথা উড়িয়েও দেননি। দীপকবাবুর মূল অভিযোগ দীর্ঘ সাড়ে চার বছর ধরে তাঁকে কোনও কাজ করতে দেওয়া হয়নি। দলের কোনও কর্মসূচিতে তাঁকে ডাকাও হয়নি। এ নিয়ে বারে বারে দলের উপর নেতৃত্বকে জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ দীপকবাবুর। বিগত বেশ কিছুদিন ধরেই তিনি বেসুরো ছিলেন। এদিন দলের সদর দফতর, জেলা সভাপতি সহ একাধিক জায়গায় নিজের পদত্যাগ পত্র স্পিড পোস্ট মারফৎ পাঠিয়ে দিয়েছেন। সূত্রের খবর, মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে মুকুল রায় ও শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগ দিতে পারেন তিনি।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here