শান্তিপুরে গঙ্গা ভাঙ্গন পরিদর্শনে এলেন নদিয়ার জেলাশাসক

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৫ জুন:
দীর্ঘদিন ধরেই গঙ্গা ভাঙ্গন অব্যাহত। বর্ষা এলেই প্রায় তলিয়ে যায় বিঘার পর বিঘা চাষের জমি সহ বাড়িঘর। অস্থায়ী ভাবে কাজ হয় বটে কিন্তু তাও আবার তলিয়ে যায় গঙ্গাবক্ষে। তাই এবার ঘটনাস্থল পরিদর্শনে এলেন নদিয়ার জেলার জেলাশাসক বিভু গোয়েল। স্থানীয় বাসিন্দাদের স্থায়ীভাবে বাঁধ দেওয়ার আশ্বাস দিলেন তিনি।

সূত্রের খবর, নদিয়ার শান্তিপুর থানার হরিপুর গ্রাম পঞ্চায়েতের চৌধুরীপাড়া বেলঘড়িয়া ১ এবং দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের একাধিক এলাকার প্রতিবছর বিঘা বিঘা জমি তলিয়ে যায় গঙ্গাবক্ষে। শুধু তাই নয় মানুষের বসবাসের বহু ঘর বাড়িও তলিয়ে গেছে গঙ্গায়। বর্ষা এলেই গঙ্গা ভাঙ্গন বৃদ্ধি পায়। স্থানীয় বাসিন্দাদের তরফ থেকে একাধিকবার পঞ্চায়েত দপ্তর থেকে শুরু করে জেলাস্তরে জানানো হয়েছে।কিন্তু প্রশাসনের তরফ থেকে শুধুমাত্র অস্থায়ীভাবে গঙ্গার পাড় বাঁধানো হয়। যার ফলে আবার গঙ্গা ভাঙ্গন শুরু হয় বর্ষা এলেই। এবার স্থায়ীভাবে গঙ্গা বাঁধন রোধ করার জন্য এলাকার পরিদর্শনে এলে জেলাশাসক বিভু গোয়েল।

উপস্থিত ছিলেন নদিয়া জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুন্ডু, স্থানীয় বিডিও এবং এসডিও। জেলাশাসক স্থানীয়দের সঙ্গে কথা বলে এবং ইরিগেশন দপ্তরের সঙ্গে কথা বলে গঙ্গার পাড় যাতে স্থায়ীভাবে বাঁধানো যায় তার দ্রুততার ব্যবস্থার আশ্বাস দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *