উত্তর দিনাজপুর জেলায় লকডাউন সফল করতে তৎপর জেলা পুলিশ

আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৪ মার্চ: উত্তর দিনাজপুর জেলায় লকডাউন সফল করতে গতকাল থেকেই যথেষ্ট তৎপর জেলা পুলিশ প্রশাসন। মঙ্গলবার সকাল থেকেই রায়গঞ্জ থানার পুলিশ সাধারন মানুষকে ঘরে ঢোকাতে জায়গায় জায়গায় চেকিং শুরু করেছে। সাতজনের বেশি অবৈধ জমায়েত ভাঙতে পুলিশকে বাধ্য হয়ে ব্যাপক লাঠিচার্জ করতে হয়। গ্রেফতার করা হয় এক ব্যক্তিকে।

সমগ্র উত্তর দিনাজপুর জেলায় লক ডাউনের দ্বিতীয় দিনে সকাল থেকেই জেলা সদর রায়গঞ্জ শহর ছিল একেবারেই শুনশান। কোনও মানুষই প্রায় বাড়ি থেকে বের হননি। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে উত্তর দিনাজপুর জেলার মানুষ লক ডাউনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করছেন। যাতে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব হয়, ভেঙে ফেলা যায় সংক্রমনের চেন।

লক ডাউন সফল করতে সোমবার বিকেল ৫টার পর থেকেই তৎপর ছিল রায়গঞ্জ জেলা পুলিশ ও প্রশাসন। লক ডাউন উপেক্ষা করে যে দু’একজন মানুষ রাস্তায় বের হয়েছিলেন তাদের মাইকিংয়ের মাধ্যমে সচেতন করার পাশাপাশি পরবর্তী সময়ে কঠোরতার সাথে ঘরে ঢোকাতে বাধ্য করে পুলিশ। শহরের জায়গায় জায়গায় পুলিশি টহলদারির পাশাপাশি চলে চেকিং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *