ক্ষুদিরামের জন্মভিটেতে অভিষেকের আসার আগে প্রস্তুতি খতিয়ে দেখলেন জেলা সভাপতি

পার্থ খাঁড়া, আমাদের ভারত, কেশপুর, ২৬ মে: আগামী ২৮ তারিখ বিপ্লবী ক্ষুদিরাম বসুর জন্মস্থানে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তার প্রস্তুতি খতিয়ে দেখতে শুক্রবার সকালে মহবনিতে এলেন তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি আশীষ হুদাইত। এছাড়াও তার সঙ্গে ছিলেন চেয়ারম্যান অমল পন্ডা, কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ পাঁজা, সহ-সভাপতি শেখ জাহাঙ্গীর, যুব সভাপতি আসিফ ইকবাল সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা।

আশীষ হুদাইত জানান, ক্ষুদিরাম বসু ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের একজন বীর সৈনিক। আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় মেদিনীপুরে আসছেন নবজাগরণ কর্মসূচিতে, আর ক্ষুদিরামের এখানে আসবেন না তা কখনো হয়? মেদিনীপুরে এসেই প্রথমে ক্ষুদিরাম বসুর জন্মস্থানে এসে শ্রদ্ধা জানাবেন। দলীয় কর্মী সমর্থকরা আবেগ উচ্ছ্বাসের মধ্য দিয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাবেন। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় নবজোয়ার কর্মসূচিতে যোগ দিলে মেদিনীপুরের তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে বাড়তি উন্মাদনা যোগাবে বলে মনে করছেন জেলা সভাপতি আশীষ হুদাইত।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here