তরুণ থিয়েটারের নাটক ‘বৃত্তের বাইরে’ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে মেদিনীপুরের প্রদ্যত স্মৃতি সদনে

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৩ ডিসেম্বর: মানবিক মূল্যবোধ- অবক্ষয়ের যাঁতাকলে সমাজ পরিবার ব্যক্তিগত জীবনে মানুষকে বেঁচে থাকার রসদ জোগাতে তরুণ প্রজন্মের কাছে তরুণ থিয়েটারের নাটক ‘বৃত্তের বাইরে’ বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে চলেছে মেদিনীপুরের প্রদ্যত স্মৃতি সদনে। এর আগে এই নাটক মঞ্চস্থ হয়েছে কলকাতা এবং উত্তরবঙ্গে।

মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে নন্দলাল ভকত, সন্দীপ কুন্ডু, সুব্রত রায় জানান তরুণ সঙ্ঘ ব্যায়মাগারের এই নিবেদন মানুষের ভালো লাগবে বলে তাঁদের বিশ্বাস।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here