পুরুলিয়ার রঘুনাথপুরে পথচারীকে ধাক্কা দিয়ে চাপা দিল ডাম্পার

সাথী প্রামানিক, পুরুলিয়া, ১ জুন: ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। আজ দুপুরে ঘটনাটি ঘটে পুরুলিয়া জেলার রঘুনাথপুর শহরে, ৫ নম্বর বরাকর পুরুলিয়া রাজ্য সড়কে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতের নাম সিদ্ধেশ্বর বাউরী (৩০)। রঘুনাথপুর শহরের ১৩ নম্বর ওয়ার্ডের ওই বাসিন্দা পেশায় সাইকেল মিস্ত্রি ছিলেন।

স্থানীয় সূত্রে খবর, রাস্তা পারাপার হওয়ার সময় পেছন থেকে একটি ডাম্পার ওই ব্যক্তিকে ধাক্কা মেরে তার উপর দিয়ে চলে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রঘুনাথপুর থানার পুলিশ। আহত ব্যক্তিকে উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

মৃতদেহটি পুরুলিয়ার দেবেন মাহাতো সদর হাসপাতলে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ডাম্পারটিকে আটক করেছে রঘুনাথপুর থানার পুলিশ। তবে চালক ও খালাসি পলাতক। পুরো ঘটনার তদন্ত করছে রঘুনাথপুর থানা পুলিশ। ব্যস্ততম ওই রাজ্য সড়কে যান চলাচলে গতি নিয়ন্ত্রণের দাবি তোলেন স্থানীয়রা।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here