
আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৯ জানুয়ারি: প্রবীণ সাংবাদিক তথা ‘পল্লীপ্রচার’ পত্রিকার সম্পাদক অলোককুমার ঘোষ বুধবার রাত ১২.৩০ মিনিটে প্রয়াত হলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। পারিবারিকসূত্রে জানা যায়, তিনি বেশ কয়েকদিন ধরে জ্বর এবং অন্যান্য উপসর্গে ভুগছিলেন। সেজন্য কলকাতার একটি নার্সিং হোমে ভর্তি ছিলেন, সেখানেই তাঁর মৃ্ত্যু হয়।
ঘাটাল মহকুমায় একটানা ৪৬ বছর ধরে তিনি ছোট পত্রিকা ‘পল্লীপ্রচার‘-এর সম্পাদনা করে আসছিলেন। তিনি রেডক্রশ, পিপলস্ ফোরাম সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে যুক্ত ছিলেন। মৃত্যুকালে তিনি রেখে গেলেন স্ত্রী কনক ঘোষ, ছেলে অনুপম ঘোষ, বৌমা ছন্দা ঘোষ ও নাতনি ঈশিতা ঘোষকে। তাঁর মৃত্যুতে সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।