
সাথী দাস, পুরুলিয়া, ৫ ফেব্রুয়ারি: লক্ষ্য সেই পঞ্চায়েত নির্বাচন। সেই লক্ষ্যেই মূলত পুরুলিয়া জেলা বাস ওয়ার্কারস অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়ে গেল। পুরুলিয়া শহরের বাসস্ট্যান্ডের কাছে একটি হোটেলে ওই সভায় দলীয় নেতৃত্ব ও অন্যান্য শাখা সংগঠনের নেতৃত্বরাও উপস্থিত ছিলেন। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ব্লক স্তরে কর্মী সংগঠনের শক্তি বৃদ্ধি করার জন্য নির্দেশও দিলেন তারা।
প্রশাসনিক স্তরের সব জায়গায় বৃত্ত পূরণ হলেও তৃণমূলের শ্রমিক সংগঠন সেইভাবে প্রসারিত হয়নি। ক্ষমতায় না থাকলেও সিপিআইএমের শ্রমিক সংগঠন সিটু প্রায় অটুট রয়েছে। এটাই কুঁড়ে কুঁড়ে খাচ্ছে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি’কে। আজ ওই সভায় জেলা নেতৃত্বের বক্তব্যে সেটাই ফুটে উঠল। আইএনটিটিইউসি’র জেলা সভাপতি উজ্জ্বল কুমার সংগঠন উল্লেখযোগ্য বিস্তার না হওয়ায় আক্ষেপ প্রকাশ করলেন। একই সঙ্গে কোন্দল নিরসন করতে নির্দেশ দিলেন।