অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১৬ জুলাই:
এবারের মাধ্যমিক পরীক্ষায় সুবর্ণচর অববাহিকায় অবস্থিত বিদ্যালয়গুলির মধ্যে মোট প্রাপ্ত নম্বরের নিরিখে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান দখলের পাশাপাশি ঝাড়গ্রাম জেলার মধ্যে যথাক্রমে প্রথম(যুগ্ম), তৃতীয় ও চতুর্থ স্থান দখল করেছে সাঁকরাইল ব্লকের রোহিনী সিআরডি হাইস্কুলের তিন ছাত্র রাজকুমার পৈড়া, অমিয় পাত্র এবং সন্দীপ মাইতি। বৃহস্পতিবার সকালে এই তিন কৃতিকে তাদের বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানালেন সুবর্ণ রৈখিক ভাষা ও সংস্কৃতি চর্চা বিষয়ক ফেসবুক গ্রুপ “আমারকার ভাষা, আমারকার গর্ব,” এর সদস্যরা। শুভেচ্ছা জানানোর পাশাপাশি এদের ভবিষ্যৎ জীবনের সার্বিক সাফল্য কামনা করা হয়েছে গ্রুপের পক্ষ থেকে।
এদিনের শুভেচ্ছা জ্ঞাপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন গ্রুপের এডমিন বিশ্বজিৎ পাল, মডারেটর সুমন মন্ডল, খগেন জানা, মানস দাস, প্রলয় চৌধুরী সহ গ্রুপের অন্যান্য সদস্যরা।