উলুবেড়িয়া রাস উৎসবে এবার মেলা হচ্ছে না

আমাদের ভারত, হাওড়া, ৮ নভেম্বর: করোনা পরিস্থিতিতে উলুবেড়িয়ার ঐতিহ্যপূর্ণ প্রাচীন রাস উৎসবে এবার মেলা বসতে না দেওয়ার সিদ্ধান্ত নিল উলুবেড়িয়া শ্রীশ্রী আনন্দময়ী কালীবাড়ি কমিটি। কমিটি সূত্রে খবর আগামী ২৯ নভেম্বর থেকে শুরু হওয়া একমাস ধরে রাস উৎসবে শুধুমাত্র রাস মঞ্চ সাজানো হবে। কোনও মেলা আসার অনুমতি দেওয়া হবে না।

হাওড়া জেলার অন্যতম প্রাচীন ঐতিহ্য পূর্ণ উৎসব উলুবেড়িয়া রাস উৎসব। প্রতি বছর একমাস ধরে চলা এই উৎসবে হাওড়া জেলার পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষাধিক মানুষের সমাগম ঘটে উলুবেড়িয়া কালীবাড়ি প্রাঙ্গণে। রাস মঞ্চ ছাড়াও রাস উৎসবকে কেন্দ্র করে বসা মেলা জমজমাট হয়ে ওঠে মানুষের কোলাহলে। যদিও এই বছর করোনা পরিস্থিতি সবকিছু বদলে দিয়েছে।কমিটি সূত্রে খবর এই বছর শুধুমাত্র রাস মঞ্চ সাজানো হবে। যেখানে প্রতিদিন পূজা অর্চনা হবে এবং শেষ তিন দিন হরিনাম সংকীর্তন হবে। মন্দির কমিটি সূত্রে খবর এই বছর কোনরকম মেলা বসার অনুমতি দেওয়া হচ্ছে না।

এই প্রসঙ্গে উলুবেড়িয়া শ্রীশ্রী আনন্দময়ী কালীবাড়ি কমিটির সহ সম্পাদক শ্রীমন্ত গরানী জানান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও রাস উৎসব চলাকালীন যাতে একসাথে অধিক সংখ্যক মানুষ মন্দির প্রাঙ্গনের না করে সেদিকে লক্ষ্য রাখা হবে। তিনি জানান এর পাশাপাশি মন্দির প্রাঙ্গণে আসা প্রতিটি মানুষ যাত মাস্ক পড়ে এবং সামাজিক দূরত্ব বজায় রাখে সেদিকেও লক্ষ্য রাখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *