করোনা আক্রান্ত স্কটল্যান্ড ফেরত হাবড়ার তরুণীর বাবা ও গাড়ির চালককে বেলেঘাটা আইডিতে নিয়ে যাওয়া হল

সায়ন ঘোষ, হাবড়া, ২১ মার্চ: করোনায় আক্রান্ত স্কটল্যান্ড ফেরত উত্তর ২৪ পরগণার হাবড়ার তরুণীর বাবা ও গাড়ির চালককে বেলেঘাটা আইডিতে নিয়ে যাওয়া হল। ১৯ মার্চের ওই তরুণী স্কটল্যান্ড থেকে ফিরেছিলেন। করোনা উপসর্গ নিয়ে চিকিৎসকের কাছে যান। এর পর তাঁর লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। শুক্রবার রাত সাড়ে এগারোটা নাগাদ রিপোর্ট আসে। রিপোর্টে তাঁর শরীরে পজিটিভ আসে। এরপরই হাবড়া জুড়ে আতঙ্ক ছড়িয়ে পরে। ওই তরুণীর বাবা মলয় বিশ্বাসকে নজরদারির আওতায় আনা হয়। শনিবার সকালে মলয়বাবু ও হাবড়ার এক চালাককে হাবড়ার প্রাক্তন পৌরপ্রধানের উদ্যোগে অতি সতর্কতার সঙ্গে বিশেষ এম্বুলেন্সে করে বেলেঘাটা আইডিতে নিয়ে যাওয়া হয়।

স্থানীয় সূত্রের খবর, ১৯ মার্চের মলয়বাবুর মেয়ে স্কটল্যান্ড থেকে ফিরেছিলেন। এই দিন মলয়বাবু হাবড়া থেকে একটি গাড়ি নিয়ে কলকাতা বিমানন্দরে যান। বিমানবন্দর থেকে তাঁকে পরীক্ষা করে চিকিৎসা করানোর নির্দেশ দেয়। চিকিৎসকদের পরামর্শ মতো ওই দিন তাঁর বাবার গাড়ি করেই বেলেঘাটা হাসপাতালে চিকিৎসার জন্য যান ওই তরুণী। চিকিৎসাও চলছিল তাঁর। এরপর শুক্রবার রাত সাড়ে এগারোটা নাগাদ রিপোর্ট আসে। রিপোর্টে তাঁর শরীরে পজিটিভ আসে। শনিবার সকালে আক্রান্ত তরুণীর বাবা ও ড্রাইভারকে বেলেঘাটা আইডিতে পাঠানো হয়। হাবড়ার প্রশাসন ও হাবড়ার প্রাক্তন পৌর প্রধান নিলিমেশ দাস সকাল থেকেই সমস্ত কিছুর ব্যবস্থা করেন এবং ওই পরিবারকে সমস্ত রকম খাবার থেকে শুরু করে টাকা-পয়সাও তুলে দেন।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here