নন্দীগ্রামের দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাব : শুভেন্দু অধিকারী

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১৪ মার্চ: নন্দীগ্রামে গুলি চালানোর ঘটনায় দোষীদের শাস্তি চাই। পাঞ্জাবের ঘটনার দীর্ঘদিন পর অপরাধীরের শাস্তি হয়েছে। নন্দীগ্রামের ক্ষেত্রে হবে না কেন? শেষ দিন পর্যন্ত লড়াই চালিয়ে যাব। নন্দীগ্রামে ২০০৭ সালের ১৪ মার্চ গুলি চালানোর ঘটনায় অনেকে শহিদ হয়েছিলেন। সেই দিনের স্মরণে আজ নন্দীগ্রামের ভাঙ্গাবেড়ায় শহিদ মিনারের পাদদেশে এক স্মরণ সভায় এই কথাগুলি বললেন মন্ত্রী তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী।

প্রতিবছরের মতো এবছরও নন্দীগ্রামের ভাংগা বেড়ায় ও গোকুলনগরে শহিদ স্মরণে সভা করা হয়। দুটি সভাতেই উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী। শহিদ বেদীতে মাল্যদান ও নীরবতা পালনের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। শহিদ পরিবারের জন্য আলাদা করে জায়গা করা হয়।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here