ইন্টার ফ্রন্টিয়ার ফুটবল চ্যাম্পিয়ন টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হল মাটিগাড়ায়

আমাদের ভারত, শিলিগুড়ি, ১৭ ডিসেম্বর: শুক্রবার উত্তরবঙ্গ বর্ডার সিকিউরিটি ফোর্স ফ্রন্টিয়ারের উদ্যোগে ইন্টার ফ্রন্টিয়ার ফুটবল চ্যাম্পিয়ন টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হল মাটিগাড়ার কদমতলায় অবস্থিত বিএসএফ চত্বরের দ্রৌনাচার্য খেলার মাঠে। এদিনের ফাইনাল ম্যাচের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন বিএসএফের নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার আইজি রবি গান্ধী সহ অন্যান্যরা।

বিএসএফ সূত্রে জানা যায়, পূর্ব পশ্চিম অঞ্চলের মোট ১১টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। গত সোমবার এই টুর্নামেন্টের প্রথম ম্যাচের খেলা শুরু হয়।
পাঁচদিনের এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ এদিন অনুষ্ঠিত হল। এদিন ফাইনাল ম্যাচে গুজরাট বনাম মেঘালয়ের খেলা হয়।

ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া বলেন, বিএসএফের আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের প্রধান অতিথি হিসেবে যোগ দিতে এসেছি। আমার সময়ে ১৯৯৪ সালে দুরান কাপ বিএসএফের বিরুদ্ধে খেলেছিলাম। ওই সময় থেকে বিএসএফের বিভিন্ন ফুটবল প্রতিযোগিতার স্পর্শে রয়েছি। জয়ী হয়েছে টাইফিকারে গুজরাট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *