
অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৫ ডিসেম্বর: গোপীবল্লভপুরের বুকে প্রথমবার বইমেলার আয়োজনের জন্য ঝাড়গ্ৰাম জেলা প্রশাসনের তরফ থেকে গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের অডিটোরিয়ামে হল বইমেলা প্রস্তুতি কমিটির বিশেষ বৈঠক। বৈঠক থেকে আগামী জানুয়ারি মাসের ৪ তারিখ থেকে ১১ তারিখ পর্যন্ত দিন ধার্য করা হল। বৈঠক থেকে জেলা গ্রন্থাগার কর্তৃপক্ষের তরফ থেকে মোট ৭৫ টি বুক স্টল বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেলা বসবে গোপীবল্লভপুর বাজারের যাত্রাময়দানে।
এদিনের বৈঠকে জেলা গ্রন্থাগার কর্তৃপক্ষের পাশাপাশি মন্ত্রী বীরবাহা হাঁসদা, বিধায়ক দুলাল মুর্মু, বিধায়ক দেবনাথ হাঁসদা, গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের বিডিও দেবজ্যোতি পাত্র সহ এলাকার উৎসাহী বই প্রেমী মানুষজন উপস্থিত ছিলেন।