লকডাউনে গ্রামবাসীদের কাজ দিল বনদপ্তর 

আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৩ জুন:  লকডাউনে গ্রামের কর্মহীন দিনমজুরদের কাজের ব্যবস্থা করল ঝাড়গ্রাম বন বিভাগl জামবনি  ব্লকের দর্পশিলা গ্রামের তিনশ নিরানব্বই জন শ্রমজীবী ও মৎস্যজীবী মানুষ ঝাড়গ্রামের বিভাগীয় বন আধিকারিকের কাছে কাজের জন্য আবেদন জানিয়েছিলেনl সেইমতো গ্রামটির তিনদিকে থাকা শাল জঙ্গল ফিলিংয়ের কাজ মঞ্জুর করে বনদপ্তরl

প্রতিদিন পঁয়তাল্লিশ জন হিসেবে মোট দশ দিনে সবার জন্য সাড়ে চার দিন করে কাজের ব্যবস্থা করা হয়েছেl বনদপ্তরের কর্মীদের উপস্থিতিতে দর্পশিলা মৌজার আটশ ছাব্বিশ একর শাল জঙ্গলে চলছে ফিলিংয়ের কাজl এলাকার পরিবেশ প্রেমী যতীন্দ্র মাহাতো বলেন, এই লকডাউনে অসহায় গ্রামবাসীরা কাজের জন্য বনদপ্তরে আবেদন জানিয়েছিলেনl দপ্তর সাড়া দেওয়ায় গ্রামবাসীরা উপকৃত হয়েছেনl

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *