চল্লিশ বেডের সেফ হোম হচ্ছে ডেবরায়

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২২ জুলাই: রাজ্য সরকারের নির্দেশে পশ্চিম মেদিনীপুর জেলায় বেশ কয়েকটি সেফ হোম প্রস্তুত করা হচ্ছে। তারমধ্যে ডেবরাতে তৈরি ৪০ বেডের সেফহোমটিতে এখন থেকেই রোগীদের রাখা যাবে বলে পশ্চিম মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিমাই চন্দ্র মন্ডল জানিয়েছেন।

জেলা স্বাস্থ্য ভবন সূত্রে জানা গেছে, জেলায় মোট ছটি সেফ হোম তৈরি হবে দুটি পর্যায়ে। প্রথমে ঘাটাল খড়গপুর এবং ডেবরাতে তিনটি সেফ হোম চালু করা হচ্ছে। পশ্চিম মেদিনীপুর জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। তাই এই ছয়টি সেফ হোমে মোট ৩০০টি সজ্জা রাখার ব্যবস্থা করা হচ্ছে। যাদের বাড়িতে কোয়ারেন্টাইনে থাকার মতো জায়গা নেই তাদের সেফহোমে থাকার ব্যবস্থা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *