“সহজ কথাটা না বুঝলে পশ্চিমবঙ্গে বিজেপির ভবিষ্যৎ অন্ধকার“, মন্তব্য তথাগতর

আমাদের ভারত, ৭ মার্চ: “মানুষ বিজেপিকে ভোট দিতে আসবেন মূলতঃ তার মতাদর্শে আকৃষ্ট হয়েই, কোথায় কটা নির্বাচিত কমিটি তা দেখে নয়। এই সহজ কথাটা না বুঝলে পশ্চিমবঙ্গে বিজেপির ভবিষ্যৎ অন্ধকার।”

মঙ্গলবার দুপুরে টুইটারে এই মন্তব্য করেছেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। তিনি লিখেছেন, “সাগরদিঘিতে তৃণমূলের মুসলিম ভোট কেন কমে গেল তা নিয়ে তাঁরা দুশ্চিন্তায় আছেন, বিশ্লেষণ করছেন। কিন্তু বিজেপির হিন্দু ভোট কেন কমে গেল তা নিয়ে বিজেপির কোনো চিন্তা নেই, একমাত্র চিন্তা নিজেদের অমুক মন্ডলে কেন তমুককে বসানো হল তা নিয়েই। একটা পার্টি যখন এরকম অন্তর্মুখী হয়ে যায় তখন তার অগ্রগতির কোনো আশা থাকে না। এই অন্তর্মুখীনতা আমি উনিশশো-নব্বইয়ের দশক থেকে দেখে আসছি, এটা একটা অভিশাপ।জনসাধারণ কি চাইছেন, সেটা দিতে দলের কি কৌশল নিতে হবে, সেটা নিয়েই প্রথমে ভাবতে হবে, সাংগঠনিক ব্যাপার নিয়ে তার পরে।”

এর জবাবে সীতানাথ মার্দন্য শুভেন্দু অধিকারী ও সৌমিত্র খানকে যুক্ত করে তথাগতবাবুকে টুইটারে লিখেছেন, “স্যার এই ব্যাপারে আপনার সাথে একমত হতে পারলাম না। ২০২১ সালে সাগরদিঘিতে বিজেপির প্রার্থী ছিলেন মাফুজা খাতুন। স্বাভাবিক ভাবেই সংখ্যালঘু ভোট বিজেপি পেয়েছিল। এইবার বিজেপির সংখ্যালঘু প্রার্থী না থাকায়, সেই বাড়তি সংখ্যালঘু ভোট বিজেপি পায়নি। হিন্দু ভোট বিজেপির একটিও কমেনি।“

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here