নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ১৫ জুলাই: মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয়ে দরজা বন্ধ রেখেছেন লালবাজারের কর্তারা। বুধবার কলকাতার লালবাজারের সামনে দাঁড়িয়ে এ কথা বলেন যুবমোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ।
তিনি বলেন, যুবমোর্চা লালবাজারে ডেপুটেশন দেবার কর্মসূচি নিয়েছিল। তার জন্য লালবাজারের কাছে সময় চেয়েছিলাম আমরা। কিন্তু যুবমোর্চার ডেপুটেশন জমা নেওয়া হয়নি। যুবমোর্চার চারজনের একটি প্রতিনিধি দল এসেছিল। কিন্তু আমাদের লালবাজারের ভিতর প্রবেশ করতে দেওয়া হয়নি। এমনকি যুবমোর্চার ডেপুটেশন জমা নিতে রাজি হয়নি বলে জানিয়েছেন বিষ্ণুপুরের সাংসদ। এরপরেই লালবাজারের উচ্চপদস্থ কর্তাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন সৌমিত্র খাঁ। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয়েই যুবমোর্চার সঙ্গে দেখা করেনি পুলিশ কর্তারা।
প্রসঙ্গত, হেমতাবাদের বিধায়ক খুনে এদিন কলকাতার বিভিন্ন থানা ঘেরাও করেন যুবমোর্চার সদস্যরা। সিবিআই তদন্তের দাবি নিয়ে সোজা লালবাজারের গেটে হাজির হন যুবমোর্চার রাজ্য সভাপতি।