দেশজুড়ে সাধারণ ধর্মঘটে ঘাটালে ব্যাপক প্রভাব পড়েছে যানচলাচলে

কুমারেশ রায়, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৬ নভেম্বর: বাম এবং কংগ্রেসের ট্রেড ইউনিয়নগুলির দেশব্যাপী সাধারণ ধর্মঘটে ঘাটাল মহকুমাতে এখনো পর্যন্ত বিক্ষিপ্ত ঘটনা ছাড়া বন্ধ শান্তিপূর্ণ। মূলত প্রভাব পড়েছে পরিবহনের উপর। বাস চলেনি। বনধ সমর্থকদের রাস্তায় পিকেটিং করতে দেখা গিয়েছে। মহাকুমার অন্যান্য কয়েকটি জায়গায় বন্ধ সমর্থকদের আটকানোর জন্য দু-একটি বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। এছাড়া উল্লেখযোগ্য অশান্তির ঘটনা ঘটেনি। বনধসমর্থকদের অভিযোগ, মহাকুমার কয়েকটি জায়গায় পুলিশ তাদের জোর করে তুলে দিয়েছে। ঘাটাল শহরে বনধের আংশিক চিত্র দেখা গিয়েছে, কিছু দোকানপাট বন্ধ আছে। কোথাও এখনো পর্যন্ত কোনো অশান্তির ঘটনা নেই।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here