
স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৪ জুন:
ঝগড়া থামাতে গিয়ে শ্লীলতাহানীর শিকার হল মেয়ে। অভিযোগ তাঁকে শ্লীলতাহানি করেছে প্রতিবেশী যুবকরা। এই ঘটনায় ৬ জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে কল্যাণী থানায়। কল্যাণী থানার ৪ নম্বর ওয়ার্ডের হরিজন পল্লীর ঘটনা।
জানা গেছে, গতকাল সন্ধ্যে ছটা নাগাদ একটা বিষয় নিয়ে প্রতিবেশীদের সঙ্গে অঘোরিয়া বাসফোরের তর্ক বিতর্ক শুরু হয়। সেই সময় তার মেয়ে ইন্দু বাসফোর সেখানে এসে ঝগড়া থামাতে গেলে প্রতিবেশী যুবক সাহিল বাসফোর তার ডান চোখের ওপর ঘুসি মারে। এরপর সাহিলের সঙ্গে থাকা আরও ১০ -১৫ জন যুবক ইন্দু বাসফোরকে এলোপাথাড়ি ভাবে কিল, ঘুষি, লাথি মারতে থাকে বলে অভিযোগ। সাগর বাসফোর নামে আরেক যুবক ইন্দুর গায়ের গেঞ্জি টেনে ছিড়ে তার শ্রীলতাহানি করে বলেও অভিযোগ। এলোপাথাড়ি মার খাওয়ার পর ইন্দু বাসফোর সেখানেই অজ্ঞান হয়ে যান। তার মাথা ফুলে রক্ত জমাট বেঁধে যায়।
ইন্দু বাসফোরের মা’য়ের অভিযোগ, সাহিল এবং তার সঙ্গে থাকা যুবকরা তার মেয়েকে খুন করার উদ্দেশ্যে এই ভাবে তার শরীরে আঘাত করেছে। বর্তমানে ইন্দু
বাসফোরকে কল্যাণীর জেএনএম হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে। যেখানে তার চিকিৎসা চলছে। পরিবারের পক্ষ থেকে অভিযুক্তদের নামে অভিযোগ দায়ের করা হয়েছে কল্যাণী থানায়। ঘটনার তদন্তে কল্যাণী থানার পুলিশ।