জঙ্গলমহলে বিধানসভা নির্বাচনে দেবী বিসর্জন হবে

জে মাহাতো, ঝাড়গ্রাম, ২৯ নভেম্বর:
লোকসভা নির্বাচনে ধ্বংস শুরু হয়েছে, আগামী বিধানসভা নির্বাচনে জঙ্গলমহলে তৃণমূলের বিসর্জন হবে বলে ঝাড়গ্রামের প্রাক্তন সাংসদ উমা সরেনকে কটাক্ষ করলেন বিজেপির ঝাড়্গ্রাম জেলা সভাপতি সুখময় সৎপথিl গতকাল এক সাংবাদিক সম্মেলনে ঝাড়গ্রামের প্রাক্তন সাংসদ উমা সরেন শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে বলেন, জঙ্গলমহলের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেবীরূপে পূজা করেন তাই তারা অন্য কারো প্ররোচনায় বিশ্বাস হারাবেন নাl

শনিবার ঝাড়গ্রাম জেলার তৃণমূল মুখপাত্র উমা সরেনকে শুভেন্দু প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি নাম না করে সাংবাদিকদের সামনে শুভেন্দু অধিকারীকে বিশ্বাসঘাতক প্রতিপন্ন করার চেষ্টা করেনl সাংসদ থাকাকালীন উমা সরেন এর বিরুদ্ধে দলের মধ্যেই একাংশের ব্যাপক ক্ষোভ ছিল। কারণ তিনি সাধারণ মানুষের সঙ্গে দেখা করতেন না এবং সাধারণ মানুষের ফোনও ধরতেন নাl গতকাল তিনি সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়কে জঙ্গলমহলের দেবী হিসেবে এবং শুভেন্দু অধিকারীকে বিশ্বাসঘাতক হিসেবে তুলে ধরার চেষ্টা করেন। এই প্রসঙ্গে ঝাড়গ্রাম জেলা বিজেপির সভাপতি সুখময় সৎপথি উমা সরেনকে কটাক্ষ করে বলেন, গত লোকসভা নির্বাচনে উমা সরেনদের স্বঘোষিত দেবীকে জঙ্গলমহলের মানুষ প্রত্যাখ্যান করেছেন। আগামী বিধানসভা নির্বাচনে দেবীর বিসর্জন হয়ে যাবে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here