সিসিটিভিতে ধরা পড়ল ছবি, বুদবুদে সোনার দোকানে সুকৌশলে সোনারবাট কেপমারি

জয় লাহা, দুর্গাপুর, ৩১ জুলাই: গয়না কেনার টাকা ফেরত নিতে সটান ক্যাশ বাক্সে হাত গ্রাহকরূপি কেপমারের। সেখান থেকে সুকৌশলে সোনার বাট তুলে চম্পট। আর সেই ছবি ধরা পড়ল সিসিটিভিতে। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বুদবুদের এক গয়নার দোকানে। প্রায় ৪ লক্ষ টাকা মুল্যের সোনার বাট সুকৌশলে নিয়ে দুস্কৃতীরা চম্পট দিয়েছে বলে অভিযোগ। ঘটনায় রীতিমত আতঙ্কিত এলাকার ব্যবসায়ীমহল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

  ঘটনায় জানা গেছে, কেপমারের শিকার ওই স্বর্নব্যবসায়ী গৌতম মান। বুদবুদ মানকর রোডে তাঁর জুয়েলারি দোকান রয়েছে। ঘটনার বিবরনে তিনি বলেন, “বছর ৩৫ –র এক যুবক টুপি, সানগ্লাস পরা কবজ কিনতে আসেন। দুপুর তখন পৌনে ১২ টা। কবজ নেওয়ার দাম দেওয়ার টাকা ফেরত দিচ্ছিলাম। তখন সোজা ক্যাশের কাছে চলে আসে ওই গ্রাহক। ক্যাশ থেকে ফেরত টাকা তুলে নেয়। তারমধ্যেই ক্যাশবাক্সে রাখা সোনার তিনটে বাট সুকৌশলে সরিয়ে সোজা বেরিয়ে পড়ে। মুহূর্তেই দেখি ক্যাশ বাক্সে সোনার বাটগুলো নেই। তাড়াতাড়ি বাইরে বেরিয়ে যাই। ততক্ষনে মোটরবাইকে চেপে চম্পট দেয়।”

তিনি আরও বলেন, “ঘটনার পর পুলিশ ও স্থানীয় ব্যবসায়ী সমিতিতে খবর দিই। প্রায় ৮৮ গ্রাম সোনা ছিল। যার মুল্য প্রায় ৩ লক্ষ ৮০ হাজার টাকা।”

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বুদবুদ থানার পুলিশ। এবং দোকানের সিসিটিভির ফুটেজ সংগ্রাহ করে। উল্লেখ্য, গত বছর ১৪ আগষ্ট বুদবুদের সুকান্তনগরে বাড়ি ফেরার সময় এক স্বর্ন ব্যবসায়ীকে গুলি করে লক্ষাধিক টাকার সোনারগয়না ভর্তি ব্যাগ নিয়ে চম্পট দেয় দুস্কৃতীরা। যদিও তার একমাস পর ওই ঘটনায় ৫ দুষ্কৃতী ধরা পড়ে এবং ছিনতাই হওয়া বেশকিছু গয়না উদ্ধার হয়। ওই ঘটনার পর এদিনের ঘটনা রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

বুদবুদ চেম্বার অব কমার্সের সভাপতি রতন সাহা বলেন, “গত কয়েকদিন ধরে এধরনের দুস্কৃতীদের একটি চক্র এলাকায় ঘোরাফেরা করছে। কয়েকদিন আগে এক ব্যাবসায়ী রুপোর কয়েক জোরপুর্বক নিতে বলে। ওইদিন ওই ব্যাবসায়ীকে কোন দীশাহিন করার কিছু ছড়িয়ে দিয়েছিল। একইরকমভাবে আজও স্বর্নব্যাবসায়ীর মুখের সামনে দীশাহিন করার কিছু ছড়িয়েছিল।” তিনি আরও বলেন,” আমরা আতঙ্কিত। পুলিশের কাছে সিসিটিভির ফুটেজ দেওয়া হয়েছে। দুস্কৃতীদের গ্রেফতারের পাশাপাশি মেবাইল টহল বাড়ানোর দাবী জানিয়েছি।” অন্যদিকে পুলিশ জানিয়েছে,” লিখিত কোন অভিযোগ আসেনি। সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।”  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *