বিশ্ব হিন্দু পরিষদের গণবিবাহের আসরে হামলায় রাজ্যের শাসক দলের মদত রয়েছে, অভিযোগ দলের কেন্দ্রীয় সম্পাদক অচ্যুতানন্দ করের

আমাদের ভারত, মালদা, ৩ ফেব্রুয়ারি: বিশ্ব হিন্দু পরিষদের গণবিবাহের আসরে হামলার ঘটনায় রাজ্যের শাসক দলের মদত রয়েছে। এমনই অভিযোগ তুললেন বিশ্ব হিন্দু পরিষদের কেন্দ্রীয় সম্পাদক অচ্যুতানন্দ কর। তিনি বলেন, রবিবার আটমাইল এলাকায় আদিবাসী রীতি মেনেই বিয়ের আয়োজন করা হয়েছিল। সেই সময় প্রায় দেড়শো জন যুবক সেই বিয়ে ভন্ডুল করতে হামলা চালায়। পুলিশের সামনেই হামলা চালানো হয় বলে অভিযোগ। আর সেই কারণেই তাদের মনে হচ্ছে এই ঘটনার নেপথ্যে শাসকদলের হাত রয়েছে।

যদিও বিষয়টিতে গুরুত্ব দিতে নারাজ জেলা তৃণমূল নেতৃত্ব। জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি দুলাল সরকার বলেন, বিশ্ব হিন্দু পরিষদ বিজেপি এক জিনিস। এরা মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে চাইছে। এই ঘটনার সাথে তৃণমূল কংগ্রেসের কোনও যোগ নেই।

এই ঘটনায় জেডিপি ও বিশ্ব হিন্দু পরিষদ পৃথকভাবে দুটি মামলা রুজু করেছে। ঘটনার তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার অলোক রাজোরিয়া।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here