বার এ্যাসোসিয়েশনের নির্বাচনে শাসকদলের জয়

আমাদের ভারত, হাওড়া, ১১ ফেব্রুয়ারি: উলুবেড়িয়া আদালতের বার এ্যাসোসিয়েশনের নির্বাচনে বিরাট ব্যবধানে জয়লাভ করল শাসক দল তৃণমূল। মঙ্গলবার প্রকাশিত ফলাফলে উলুবেড়িয়া আদালতে ১৮ টি আসনের মধ্যে ১৫ টি আসনে জয়লাভ করে শাসকদলের ঘনিষ্ঠরা।

সূত্রের খবর, উলুবেড়িয়া আদালতের বার এ্যাসোসিয়েশনের দেওয়ানী আদালতের ৯ টি আসনের মধ্যে ৮ টি আসনে এবং ফৌজদারি আদালতের ৯ টি আসনের মধ্যে ৭ টি আসনে শাসকদলের প্রার্থীরা জয়লাভ করে। এদিকে মঙ্গলবার বিকেলে ফল প্রকাশের পরেই আনন্দে মেতে ওঠে জয়ী প্রার্থীরা। সবুজ আবিরের পাশাপাশি চলে মিষ্টি মুখের পালা। প্রসঙ্গত সোমবার এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here