নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের বার্ষিক অনুষ্ঠানে সস্ত্রীক এলেন রাজ্যপাল

আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগনা, ২৫ জানুয়ারি:
৬১তম বার্ষিক প্রদর্শনী ও উৎসব পালিত হচ্ছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ে। শনিবারই ছিল তার শেষ দিন। এদিন কৃতী ছাত্রদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে। এই অনুষ্ঠানে রাজ্যের রাজ্যপাল জগদীপ ধানকর সস্ত্রীক উপস্থিত ছিলেন। নিজে হাতে কৃতী ছাত্রদের পুরস্কার তুলে দেন তিনি। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আমাদের দেশ দ্রুত গতিতে এগোচ্ছে, আর তা সারা বিশ্ব উপলব্ধি করছে। এর পাশাপাশি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের শিক্ষা ও সংস্কৃতির প্রশংসা করেন তিনি।

এদিন দিন বিকেল তিনটে নাগাদ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে আসেন রাজ্যপাল। রামকৃষ্ণ মিশনে ছাত্রদের প্রার্থনা স্থল সহ বিভিন্ন জায়গা ঘুরে দেখেন তিনি। এরপর অনুষ্ঠানের প্রধান অতিথির আসন গ্রহণ করেন। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধানকর৷ মিশনের বার্ষিক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “দেশের প্রথম কোনও প্রধানমন্ত্রী বিশ্বের মধ্যে প্রথম সারিতে রয়েছেন৷ দেশে দ্রুত বদল হচ্ছে৷ সবচেয়ে বেশী নজর দেওয়া হচ্ছে শিক্ষায়”। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেখানে, রাজ্যকে না জানিয়ে কেন্দ্রীয় সরকার একটি সুপার স্পেশালিটি হাসপাতালকে মেডিকেল কলেজে উন্নীত করা হচ্ছে কেন এ প্রশ্নের উত্তরে কিছুই বলতে চাননি রাজ্যপাল। মিশনে দাঁড়িয়ে এই নিয়ে কোনও কথা বলতে রাজি হননি তিনি৷ তিনি বলেন, শিক্ষা দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ৷ ভারত আগামী কয়েকদিনের মধ্যেই শিক্ষায় সারাবিশ্বকে পথ দেখাবে৷ এই ব্যাপারে রামকৃষ্ণ মিশনের ভূমিকা থাকবে বলে জানান তিনি৷

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here