লকডাউন সফল করতে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী নামানোর পক্ষে সওয়াল রাজ্যপালের

নীল বনিক, আমাদের ভারত, ১৫ এপ্রিল: রাজ্যে লকডাউন সফল করতে এবার কেন্দ্রীয় বাহিনীর দাবি তুললেন রাজ্যপাল জগদীপ ধনকর। বুধবার রাজ্যপাল জগদীপ ধনকর ট্যইট করে এমন দাবি জানালেন।

তিনি জানান, রাজ্যের সব জায়গাতে ঠিকমতো লকডাউন পালন হচ্ছে না। তারজন্য রাজ্যের পুলিশের ব্যার্থতা রয়েছে বলে মনে করেন তিনি। তাই এরাজ্যে লকডাউন সফল করতে কেন্দ্রীয় বাহিনীর সওয়াল করলেন জগদীপ ধনকর। প্রসঙ্গত, লকডাউন মানা হচ্ছে না বলে কয়েকদিন আগে
কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রক রাজ্য কে চিঠি দেয়। দেশের স্বরাষ্টমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন, রাজ্যে লকডাউন মানা না হলে কেন্দ্র আধাসামরিক বাহিনী রাজ্যে পাঠাতে প্রস্তুুত। রাজ্য সরকার চাইলেই কেন্দ্র তা করবে বলে জানিয়েছিলেন অমিত শাহ। এরপরেও দেখা গিয়েছে মূর্শিদাবাদ, নদীয়ার শান্তিপুরে লকডাউন না মেনেই মসজিদে নামাজ পড়া হিয়েছে। যা মোটেও ভালো চোখে দেখেননি রাজ্যপাল। সাথাসাথে রাজ্যের মানুষকে তিনি লকডাউন মানার জন্য অনুরোধ করেন। যদিও তিনি মনে করছেন কলকাতার কয়েক জায়গায় সবাই লকডাউন মানছেন না। এরপরেই লকডাউন সফল করার জন্য কেন্দ্রীয় বাহিনীর সওয়াল করলেন রাজ্যপাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *