ফের বিতর্ক, কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনেও রাজ্যপালকে আমন্ত্রণ জানানো হয়নি

আমাদের ভারত, কোচবিহার, ১২ ফেব্রুয়ারি: কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপাল জাগদীপ ধানকরের নাম না থাকায় বিতর্ক দেখা দিয়েছে। এই প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেব কুমার মুখোপাধ্যায় জানিয়েছিলেন রাজ্যপালের দপ্তরে চিঠি পাঠানো হয়েছিল, সেখান থেকে কোনও সদর্থক উত্তর না আসায় রাজ্যপাল’কে বাদ দিয়েই কার্ড ছাপানো হয়। যদিও এ বিষয়টি নিয়ে টুইট করে রাজ্যপাল জানিয়েছেন, তাঁকে কোনও আমন্ত্রণপত্র পাঠানো হয়নি। নিয়ে বিতর্ক দেখা দিয়েছে।

আগামী ১৪ ফেব্রুয়ারি কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষ সমাবর্তন অনুষ্ঠান। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, পর্যটন মন্ত্রী গৌতম দেব এবং অনগ্রসর কল্যাণ দফতরের মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মনের নাম থাকলেও রাজ্যপালের নাম রাখা হয়নি। এই ঘটনা নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেব কুমার মুখোপাধ্যায় বলেন রাজ্যপাল কেন আমন্ত্রণ পত্র পেলেন না তা খতিয়ে দেখা হবে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here