
আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩১ জানুয়ারি:
ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠায় স্কুলের প্রধান শিক্ষককে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের বেলদা থানা এলাকায়। অভিযোগ উঠেছে বসন্তপুর ঝাড়েশ্বর বাণী ভবন হাই স্কুলের প্রধান শিক্ষক আশুতোষ মণ্ডলের বিরুদ্ধে। তার বাড়ি সবং থানার শ্যামসুন্দরপুর গ্রামে।নিজের স্কুলের এক কিশোরী ছাত্রীকে ভুলিয়ে-ভালিয়ে এখানে সেখানে ঘোরাতে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
মেয়েটির বাড়ি বেলদা থানার হরিবাড় গ্রামে। সে বসন্তপুর স্কুলের হোস্টেলে থেকে পড়াশুনা করে। বৃহস্পতিবার বিকেলে মেয়েটি তার বাড়ি এলে তাকে পুনরায় ঘুরতে নিয়ে যাওয়ার জন্য ফুসলানো হয় বলে অভিযোগ। মেয়েটি ওই শিক্ষকের কথা শুনে বাড়ি থেকে বেরিয়ে এসে যখন শিক্ষকের গাড়িতে ওঠে বেলদা কাঁথি বাইপাসের কাছে আসে তখন এলাকার মানুষ সন্দেহ করে তাদের আটকে রেখে বেলদা থানায় খবর দেয়। বেলদা থানার পুলিশ এসে ছাত্রী ও শিক্ষককে আটক করে থানায় নিয়ে আসে। বৃহস্পতিবার রাতে মেয়েটির পরিবারের লোকজন বেলদা থানায় ধর্ষণের একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।