রাজেন রায়, কলকাতা, ২৮ ডিসেম্বর: করোনার কারণে এমনিতেই মাস কয়েক পিছিয়ে উচ্চমাধ্যমিক মাধ্যমিক পরীক্ষার দিন ঘোষিত হয়েছে। তার ওপর উচ্চমাধ্যমিকে পরীক্ষার শেষ দিন আদিবাসীদের হুল উৎসব থাকায় ফের পিছিয়ে দেওয়া হল পরীক্ষা। ৩০ জুনের পরিবর্তে পরীক্ষা হবে ২ জুলাই।
সোমবার বিজ্ঞপ্তি দিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের তরফে এমনটাই জানিয়ে দেওয়া হল। ২ জুলাইয়ের নির্ধারিত একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা হবে ৩ জুলাই।
৩০ জুন হুল দিবস বলে পরীক্ষায় আপত্তি ছিল খোদ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। তাই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদকে ওইদিন পরীক্ষা না নেওয়ার অনুরোধ করবেন বলেই গত শনিবার সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী। সেই প্রস্তাবেই সাড়া দিয়ে পিছিয়ে গেল পরীক্ষা। ৩০ জুন ছিল স্ট্যাটেস্টিক, ভূগোল, কস্টিং অ্যান্ড ট্যাক্সেসন, হোম ম্যানেজমেন্ট পরীক্ষা। এবার তা হবে ২ জুলাই।