
আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১২ মার্চ: নির্বিঘ্নেই শুরু হল উত্তর দিনাজপুর জেলায় ৮৬টি কেন্দ্রে উচ্চমাধ্যমিক পরীক্ষা। জেলায় মোট ২১ হাজার ৪২২ জন ছাত্রছাত্রী উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসছেন। এবারে নকল এবং প্রশ্নপত্র ফাঁস নিয়ে যথেষ্ট কড়া পদক্ষেপ করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা পর্ষদ। প্রতিটি পরীক্ষার্থীকে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি চালানোর পর প্রবেশ করানো হচ্ছে পরীক্ষা কেন্দ্রগুলিতে। পরীক্ষাকেন্দ্র এলাকায় বহাল থাকছে ১৪৪ ধারাও।
উত্তর দিনাজপুর: উচ্চমাধ্যমিক
মোট পরীক্ষার্থী : ২১,৪২২
(ছাত্রী ১২,২৯৯ ছাত্র ৯১২৩)
প্রধান পরীক্ষা কেন্দ্র ১৪
মোট পরীক্ষা কেন্দ্র ৮৬
স্পর্শকাতর পরীক্ষা কেন্দ্র ২৩ (এরমধ্যে ২০টি ইসলামপুর মহকুমায়)
মোবাইল ফোন ও নকল রুখতে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের প্রতিনিধিরা পরীক্ষার্থীদের দু’দফায় তল্লাশি চালাবেন। স্পর্শকাতর সমস্ত পরীক্ষাকেন্দ্রে সংসদের প্রতিনিধিরা মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষার্থীদের তল্লাশি চালাবেন। সমস্ত স্পর্শকাতর কেন্দ্রে সিসি ক্যামেরা। পরীক্ষা চলাকালীন পরীক্ষাকেন্দ্র থেকে ১০০ মিটার দুরত্বের মধ্যে সমস্ত জেরক্সের দোকান বন্ধ রাখার নির্দেশ। পরীক্ষা চলাকালীন সমস্ত পরীক্ষাকেন্দ্রে ১৪৪ ধারা জারি থাকবে। জেলায় অতিরিক্ত সরকারি ও বেসরকারি বাস চলাচল করবে। যান নিয়ন্ত্রণের কাজে ট্র্যাফিক পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে।