আমাদের ভারত, ব্যারাকপুর, ১২ জানুয়ারি: স্বামীজির ১৫৮ তম জন্ম দিবস উপলক্ষে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর শিল্পাঞ্চলে বিশাল বাইক মিছিল করল হিন্দু জাগরণ মঞ্চ। হিন্দু জাগরণ মঞ্চের কয়েক হাজার সদস্য আজ সকালে বাইক মিছিল করে হালিশহর থেকে টিটাগড় পর্যন্ত। মিছিলে অংশগ্রহণকারীদের মুখে ছিল জয় শ্রীরাম ধ্বনি। ঘোষপাড়া রোড, এস এন ব্যানার্জি রোড এবং বিটি রোড হয়ে এই মিছিল শেষ হয় টিটাগড়ে এসে। মিছিলের নেতৃত্বে ছিলেন হিন্দু জাগরণ মঞ্চের রাজ্য ও জেলা স্তরের নেতৃত্ব।
হিন্দু জাগরণ মঞ্চের দক্ষিণবঙ্গ প্রান্তের সম্পাদক অধ্যাপক উত্তম অধিকারী বলেন, ” আমরা বিবেকানন্দের আদর্শে দীক্ষিত। আমরা দরিদ্র, নিপিড়িত মানুষের পাশে থেকে কাজ করছি। মানুষের মধ্যে সৌভাতৃত্ব গড়ে তুলতে এই বাইক মিছিল আয়োজন করা হয়েছে।” অধ্যাপক উত্তম অধিকারী বলেন, পশ্চিমবঙ্গে আগামী বিধানসভা নির্বাচন হিন্দু জাগরণ মঞ্চের ৩০ লক্ষ রাষ্ট্র রক্ষকদের দ্বারা নিয়ন্ত্রিত হবে। আমরা রাজনৈতিক রঙ দেখব না, হিন্দুত্বের পক্ষে যারা কথা বলবে তাদের সমর্থন করব। কোনও দ্বিচারিতা ও ভণ্ডামী হিন্দু জাগরণ মঞ্চ সহ্য করবে না। প্রতিটি জেলায় ৪০ হাজার পরিবারের সাথে সরাসরি সম্পর্ক স্থাপন করতে হিন্দু জাগরণ মঞ্চ সক্ষম হয়েছেন বলে তিনি ঘোষণা করেন।
মিছিলে তিন হাজার বাইক ছিল বলে সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে। বাইক নিয়ে এত বড় শোভাযাত্রা হিন্দু সংগঠন এর নেতৃত্বে এই প্রথম ব্যারাকপুর বাসি দেখলেন। প্রায় ৪ কিলোমিটার লম্বা এই শোভাযাত্রায় কাঁচরাপাড়া থেকে টিটাগর পৌছতে সময় লাগে তিন ঘন্টা। উপস্থিত ছিলেন হিন্দু জাগরণ মঞ্চ দক্ষিণবঙ্গের প্রান্তের সংগঠন সম্পাদক তাপস বারিক। দক্ষিণবঙ্গ প্রান্তের প্রাক্তন সম্পাদক অধ্যাপক উত্তম অধিকারী, প্রান্ত নেতৃত্ব সঞ্জয় শাস্ত্রী, মৌসুমী কুন্ডু, এছাড়া জেলা জনা সম্পাদক রোহিত সাউ, প্রসেনজিৎ চক্রবর্তী, হংসরাজ সিংহ প্রমূখ।
শোভাযাত্রা শেষে দক্ষিণবঙ্গ প্রান্তের সংগঠন সম্পাদক তাপস বারিক বলেন, বাংলায় আজ হিন্দুরা অস্তিত্ব সংকটে ভুগছে তাই হিন্দু যুবকদের রাস্তায় নামার আহ্বান জানিয়েছে হিন্দু জাগরণ মঞ্চ। তিনি বলেন, দক্ষিণবঙ্গ জুড়ে আজ ৫১টি জায়গায় বাইক শোভাযাত্রার কর্মসূচি নিয়েছে হিন্দু জাগরণ মঞ্চ।