জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৯ জুলাই : রক্তের সংকট কালে রক্ত দিতে এগিয়ে এলেন এক গৃহবধূ। রক্তদান আন্দোলন বিষয়ক ফেসবুক গ্রুপ ব্লাডমেটসের মধ্যস্থতায় থ্যালাসেমিয়ায় আক্রান্ত দশম শ্রেণির ছাত্র অনীশ মন্ডলকে জরুরি ভিত্তিতে রক্ত দিলেন গড়িয়ার বাসিন্দা অনিমা জানা।
বুধবার রাতে রক্তের প্রয়োজনে ব্লাডমেটস্ গ্রুপের পক্ষ থেকে যোগাযোগ করা হয় তার স্বামী সঞ্জীব জানার সাথে। পরিকল্পনা মতো বৃহস্পতিবার সকালে আলিপুর কমান্ড হাসপাতালে গিয়ে রক্ত দেন অনিমা জানা।