স্ত্রী ও মেয়েকে খুন করে মাটিতে পুঁতে দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে, চাঞ্চল্য ইসলামপুরে

আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৩০ জানুয়ারি: স্ত্রী ও মেয়েকে খুন করে মাটিতে পুঁতে দেওয়ার অভিযোগ উঠলো স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ইসলামপুর থানার সুজালী গ্রাম পঞ্চায়েতের হলুগছ গ্রামে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনা জানাজানির পর স্থানীয় বাসিন্দারা উত্তেজিত হয়ে অভিযুক্ত আকবরের বাড়িতে আগুন লাগিয়ে বিক্ষোভ দেখায়। ঘটনার পর থেকে পলাতক স্বামী আকরব আলম। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইসলামপুর থানার সুজালী গ্রাম পঞ্চায়েতের হলুগছ গ্রামের বাসিন্দা আকবরের আলমের সাথে দুবছর আগে নুরজা খাতুনের বিয়ে হয়। নুরজা খাতুন একটি কন্যা সন্তানের জন্ম দেয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে অশান্তি চলছিল।

অভিযোগ, বুধবার গভীর রাতে আকবর আলম স্ত্রী নুরজা খাতুন এবং কন্যা রিজওয়ানাকে খুন করে কবর দিয়ে দেয়। ঘটনা জানাজানি হতেই আজ স্থানীয় বাসিন্দারা উত্তেজিত হয়ে ওঠে। ক্ষুব্ধ বাসিন্দারা আকবরের বাড়ি ভাঙ্গচুর করে আগুন লাগিয়ে বিক্ষোভ দেখায়। ঘটনার পর থেকেই অভিযুক্ত আকবর গা ঢাকা দিয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে ইসলামপুর থানার পুলিশ বাহিনী। পুলিশ সূত্রে জানা যায়, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃতদেহ উদ্ধার করে ইসলামপুর মহাকুমা পুলিশ মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here