পরপর কন্যা সন্তানের জন্ম দেওয়ায় মারধর করে স্ত্রীকে বাড়ি থেকে বের করে দিল স্বামী

আমাদের দেশের, নরেন্দ্রপুর, ২ ডিসেম্বর: প্রথম বারের পর দ্বিতীয়বারও কন্যা সন্তানের জন্ম দেওযায় ইট দিয়ে মেরে স্ত্রীর মাথা ফাটিয়ে দিল স্বামী। ঘটনাটি ঘটেছে দক্ষিন ২৪ পরগনার নরেন্দ্রপুর থানার বিবেকানন্দনগরে। এ বিষয়ে স্বামী কার্তিক মণ্ডলের বিরুদ্ধে নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন স্ত্রী প্রিয়াঙ্কা মণ্ডল। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ।

প্রায় চৌদ্দ বচ্ছর আগে কার্তিকের সাথে বিয়ে হয় প্রিয়াঙ্কার। বিয়ের বছর দুই বাদে তাদের একটি কন্যা সন্তান হয়। তারপর থেকে প্রিয়াঙ্কার উপর শুরু হয় মানসিক ও শারীরিক অত্যাচার। মেয়ের মুখের দিকে তাকিয়ে অত্যাচার সহ্য করেন প্রিয়াঙ্কা। দীর্ঘ ১২ বছর পর পুত্র সন্তানের আশায় ফের সন্তানের জন্ম দেন প্রিয়াঙ্কা। কিন্তু এবারও কন্যা সন্তান হয় তাঁর। এতে অত্যাচারের পরিমান আরও বাড়ে। গত কয়েকদিন ধরে নানাভাবে শারীরিক ও মানসিক অত্যাচার শুরু হয় প্রিয়াঙ্কার উপর। গতকাল তাঁকে মেরে মাথা ফাটিয়ে দেয় কার্তিক। কোনওমতে স্বামীর হাত থেকে প্রাণ বাঁচিয়ে বাপের বাড়িতে আসেন। প্রাথমিক চিকিৎসার পর এ বিষয়ে নরেন্দ্রপুর থানার অভিযোগ দায়ের করেন প্রিয়াঙ্কা। স্বামীর শাস্তির পাশাপাশি নিজের সন্তানদের ফেরত চাইছেন এই নির্যাতিতা গৃহবধূ।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here