
নীল বনিক, আমাদের ভারত, ২৬ মার্চ: করোনা মোকাবিলায় এখনও চেতনা ফেরেনি কলকাতা শহরবাসীর একাংশের। বৃহস্পতিবারও দক্ষিণ কলকাতার যদুবাবুর বাজারে নির্দিষ্ট দূরত্ব বজায় না রেখেই চলেছে আনাজপাতি কেনার পালা।
আজ যদুবাবুর বাজারে আনাজপাতি, ফুল ও ফলের দোকানে যথেষ্ট ভিড় ছিল। ক্রেতা, বিক্রেতা সবাই সামান্য দুূরত্ব বজায় না রেখেই কেনাকাটা করলেন। অন্যদিকে, দক্ষিণ কলকাতার আরেক প্রান্তের ছবিটা এদিন একটু ভালো। গড়িয়াহাট বাজারে সকাল থেকে বিশেষ চেকিংয়ের ব্যবস্থা রাখে কলকাতা পুলিশ। গড়িয়াহাট মোড়ে প্রতিটি গাড়ি থামিয়ে বেরনোর কারন জানতে চায় পুলিশ। গড়িয়াহাট বাজারে সকালে সামান্য ভিড় হলেও বেলাবাড়তেই ভিড় উধাও হয়ে যায়। যদিও শহরের এই অভিজাত বাজারে সামাজিক দূরত্ব বজায় রেখে চলে কেনাকাটা।